Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

উপজেলা সমাজসেবা কার্যালয়, গাবতলী, বগুড়া এর ভবিষ্যত পরিকল্পনা সমূহ নিম্নরূপ :

 

সকল ধরণের সেবা গ্রহিতার ঘরে পৌছে দেয়ার এক ব্যাপক মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  কোন সেবা গ্রহীতাকে আর সেবা গ্রহণ করতে সেবা প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে আসার প্রয়োজন হবে না। এছাড়াও-

 

১) বরাদ্দের বিপরীতে ডিসেম্বর/২২ মাসের মধ্যে সকল বয়স্ক ভাতার উপকারভোগী নির্বাচন;

২) বরাদ্দের বিপরীতে ডিসেম্বর/২২ মাসের মধ্যে সকল  বিধবা ও স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতার উপকারভোগী নির্বাচন;

৩) বরাদ্দের বিপরীতে ডিসেম্বর/২২ মাসের মধ্যে সকল  অসচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকারভোগী নির্বাচন; এবং 

৪) বরাদ্দের বিপরীতে জানুয়ারি/২৩ মাসের মধ্যে সকল  প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন।

৫) দারিদ্র বিমোচন কর্মসূচির বরাদ্দকৃত অর্থ দ্রুত সময়ের মধ্যে বিতরন এবং এ কর্মসূচির সুষ্ঠু ব্যবস্থাপনা।